ভালোবাসার জন্য।।

ভালোবেসে কাউকে স্বপ্ন দেখানোর আগে ভাবুন স্বপ্নপূরণের শেষ মুহূর্তটি পর্যন্ত মানুষটিকে আঁকড়ে ধরে থাকতে পারবেন কিনা। কারণ একজন মানুষের সাথে সম্পর্কে জড়ানো খুব সহজ। চাইলেই যখন তখন যে কারো সাথে সম্পর্কে জড়ানো যায়। কিন্তু সম্পর্ক ধরে রাখা এত সহজ নয়। একটা সম্পর্কে শুধুমাত্র ভালোবাসা কিংবা বিশ্বাসই সব কিছু নয়।

তবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে কাউকে সারাজীবনের জন্যে পাওয়া যায়না।
অনেকেই বলে আমার ভালবাসায় তো কমতি ছিলনা তবে ও কেন আমাকে ছেড়ে গেল? ছেড়ে গেছে কারন একসাথে চলতে গেলে দুজনের মধ্যে ভালো বোঝা-পড়ার দরকার হয়। দুজনের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হয়। পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতে হয়। তবেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়। আপনি হয়তো; সম্পর্ক শুরুর সময় মানুষ না ভেবেই অনেক অপছন্দের ব্যাপারও মেনে নেয় শুধুমাত্র মানুষটাকে নিজের করে পাবার জন্য। কিন্তু যখন মানুষটাকে পাওয়া হয়ে যায় তখন অপছন্দের ব্যাপারগুলো চোখে অনেক বড় হয়ে ধরা দেয়। তখন আর কেন জানি মানুষটাকে আগের মত ভালো লাগেনা। তাই সাবধান..।।